মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুলকোট নিউ স্টার ক্লাব আয়োজিত রাত্রিকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আমরুল ইউনিয়নের সুনামধন্য ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের মাঠে গত রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৮:০০ঘটিকার সময় এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় । খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দল অংশ গ্রহন করে ।
সাইদুর রহমানের সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আমরুল ইউনিয়ন শাখার অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম বিপুল ।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী এ, কে, এম আতিকুর রহমান উল্লাস, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আমরুল ইউনিয়ন শাখার সভাপতি, শিক্ষক মুরাদুজ্জামান মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদুল ইসলাম, এমাদুর রহমান, মাহফুজুর রহমান, মুকুল হোসেন, আব্দুল মোমিন, আবু সাইদ । সঞ্চালনায় ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শাজাহানপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম। খেলায় অবিবাহিত দল ০ এবং বিবাহিত দল ০২ গোলে জয়লাভ করে । খেলায় রেফারি ছিলেন পাপ্পু , ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শিক্ষক এইচ এম হাবিব । রাত্রিকালীন ফুটবল খেলা দেখতে ফুটকোট গ্রামসহ আশেপাশে বিভিন্ন গ্রামের প্রায় ৩-৪ হাজার দর্শক সমাগম ঘটে । খেলায় সর্বসম্মতিক্রমে ফুলকোট নিউ স্টার ক্লাবের সভাপতি আজিজুল হাকিম নয়ন সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় ।