1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শার বাগআঁচড়া বসতপুর তালতলা মাঠ ধানের ক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার। সিলেটজুড়ে নানা আয়োজনে নববর্ষ উদযাপন ছায়ানটে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঝিকরগাছা উপজেলা সহ ও দেশ দেশের বাইরে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন। কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ মানব সেবায় নিয়োজিত বাবুলি আপা সামাজিক সংগঠন কর্তৃক শাজাহানপুরে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধু নিহত ইউলিয়ার সাহস জোগান সালমান খান

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: নজরুল ইসলাম

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়া, প্রতিষ্ঠান এবং আইন-কানুনও ধ্বংস করা হয়েছিল। এখানে সংস্কার প্রয়োজন। যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো দ্রুত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ ও স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছে। গণতন্ত্র ফেরানোর জন্য আমরা কিছু যোগ্য মানুষের হাতেই এ দেশের রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিয়েছিলাম। আশা করছি, জনগণের দুর্ভোগ যাতে কমে তার চেষ্টা করবেন। যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দিতে পারেন, তার ক্ষেত্র প্রস্তুত করবেন।

সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার বলেও এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন নজরুল ইসলাম।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব। আমরা আশা করব, নির্বাচনের রোডম্যাপ অতিদ্রুত ঘোষণা করবেন। সংস্কার একটি নির্বাচিত সরকার এসে করবে। নির্বাচনের দাবিতে আমরা আগামী দিনে যার যার জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব।

মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, মাহবুবুর রহমান খালেদ, আলাউদ্দীন আলী, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, খুলনা মহানগর লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব