বিভিন্ন সংবাদমাধ্যমে বিভাগীয় শহর রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে নগরীর একটি রেস্তরাঁর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ‘দৃক’।
সভায় সাংবাদিকরা বলেন, দীর্ঘদিন দেশে সত্যিকার অর্থে সাংবাদিকতা না থাকায় মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন পক্ষের হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তারা। সাংবাদিকদের ওপর টার্গেটেড আক্রমণ ঠেকাতে প্রতিষ্ঠানের পরিচয় লুকিয়ে, এমনকি বুলেট প্রুফ জ্যাকেট খুলেও কাজ করতে হয়েছে।
তাদের মতে, এখনও মানসিক দাসত্ব থেকে সাংবাদিকদের মুক্তি মেলেনি। অনেকেই জানান, বর্তমান ক্ষমতাকে কোনোভাবেই প্রশ্ন করা যাচ্ছে না। ৫ আগস্ট দেশব্যাপী বিভিন্ন স্থাপনা ধ্বংস ছাড়াও পরবর্তী ঘটনা এবং বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িতদের বিষয়ে সংবাদ দেশের সব গণমাধ্যমে উপেক্ষিত হয়েছে।