1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ঐতিহাসিক বৈশাখী মেলায় ৩২ বছর পর ইউএনও আহ্বায়ক। রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির রেফেল ড্র অনুষ্ঠিত রৌমারীতে ষড়যন্ত্রের শিকার বিএনপির নেতা মোঃ আব্দুল আজিজ, এলাকাবাসীর ক্ষোভ ঝিকরগাছায় জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস : টাইম ম্যাগাজিন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার শেরপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৪ শিক্ষককে অব্যাহতি, দুই ছাত্র বহিষ্কার ছয় দাবিতে সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সিলেটে ছু’রিকা’ঘাতে ছাত্রলীগ কর্মী খু’ন শার্শার বাগআঁচড়া বসতপুর তালতলা মাঠ ধানের ক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার।

গাজার অলি-গলিতে ধ্বংস হওয়া ইসরাইলি যুদ্ধযানের স্তূপ

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ৪৭০ দিনের নৃশংস বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন।

ইসরাইলি বাহিনীর দীর্ঘ ১৫ মাসের নৃশংস হামলায় গাজা যেন ধ্বংসস্তূপ। চারিদিকে পড়ে আছে ভাঙা ইট, বালু, রড আর সিমেন্ট।তবে গাজার বাসিন্দারা এলাকায় ফিরে ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘরের পাশাপাশি ফিলিস্তিনি প্রতিরোধে ধ্বংস হওয়া ইসরাইলি সরঞ্জামও দেখতে পাচ্ছেন।

বাড়ি ফেরার পর ক্ষতিগ্রস্ত ইসরাইলি সাঁজোয়া যান ও বুলডোজারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ফিলিস্তিনিরা।

ইসরাইলি বাহিনীর দীর্ঘ ১৫ মাসের প্রচেষ্টার পরও গাজার সড়কগুলোতে নিজেদের সামরিক যান নিয়ে উদযাপন করছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। স্থানীয় জনগণ আনন্দ উল্লাস ধ্বনি ও স্লোগান দিয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছে।

পাশাপাশি সেন্ট্রাল গাজা ও নুসেইরাত শরণার্থী শিবিরের পরিবারগুলো এবং দক্ষিণের রাফাহ এলাকার বাসিন্দারা নিজেদের এলাকায় ফিরে গেছেন।

গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল।

সে অনুযায়ী, রোববার বেলা ১১টা থেকে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে। একইভাবে ইসরাইলের কারাগারে বন্দি ১,৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

গতকাল শনিবার ভোরের দিকে ইসরাইলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিরা ১৫ মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদার ইসরাইলের দর্প চূর্ণ করেছে। পাশাপাশি মাতৃভূমি ফিলিস্তিন পৌঁছে গেছে স্বাধীনতা অর্জনের কাছাকাছি।

শনিবার ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হামাসের সঙ্গে তেলআবিবের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চেয়েছিল। তবে স্বাধীনতাকামী যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে।

‘দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে হামাস বলেছে, তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে, যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে।

ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব