একটু উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মাসুক মিয়া। গিয়েছিলেন বাবা, মা, স্ত্রী ও সন্তান ছেড়ে। আশা ছিল সৌদিতে গিয়ে ভাগ্য ফেরাবেন। ফেরাবেন পরিবারের সুখ-শান্তি, শেষ করবেন অস্বচ্ছলতা; কিন্তু সেই আশা ভেস্তে গেল। এক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন এই প্রবাসী। মৃত্যুর ২০ দিন পর সোমবার বিকালে মাসুক মিয়া লাশ হয়ে ফিরলেন বাড়িতে। লাশটি বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী-সন্তানসহ আত্মীয়-স্বজনদের কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। নিহত মাসুক মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের জহুর আলীর ছেলে। এক ছেলে সন্তানের জনক তিনি। পরিবার সূত্র জানায়, মাত্র চার মাস আগে সৌদিতে যান মাসুক মিয়া। ভালোই চলছিল তার প্রবাস জীবন। গত ৭ জানুয়ারি সৌদিতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মাসুকের লাশ পরিবারের সদস্যরা দেখতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয় সন্দেহ। অবশেষে মৃত্যুর ২০ দিন পর সৌদির দূতাবাসের সহযোগিতায় লাশ নিয়ে দেশে আসেন মাসুকের প্রবাস জীবনের সহকর্মী মাহমুদুর রহমান রুবেল।
...বিস্তারিত পড়ুন