বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর দম্পতির জীবনে বড় অঘটন ঘটে গেছে। সম্প্রতি গভীর রাতে বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতকারীর হামলায় এ যাত্রায় বেঁচে গেছেন অভিনেতা। এর পর থেকেই বেড়েছে তাদের নিরাপত্তা।
বদলে গেছে অনেক কিছুই। বিশেষ করে দুই সন্তান— তৈমুর ও জেহকে আরও আগলে রাখছেন এ দম্পতি।
কিন্তু অতীতে দুই সন্তানকে নিয়ে কখনোই ফটো সাংবাদিকদের থেকে আড়াল করেননি তারকা দম্পতি। বরং ফটো সাংবাদিকদের সঙ্গেই তাদের দুই সন্তানের ভালো সখ্য। ক্যামেরার সামনে নানা অঙ্গভঙ্গিও করতে দেখা গেছে তাদের। কিন্তু সেসব হয়তো আর হবে না। এবার সতর্ক হলেন এ দম্পতি।
হামলার পর থেকে জোরদার হয়েছে তাদের নিরাপত্তা। এবার সাইফ ও কারিনা সিদ্ধান্ত পালটেছেন। ফটো সাংবাদিকদের কাছে এক বিশেষ অনুরোধ করেছেন তারা। তাদের আবেদন— এবার থেকে বাচ্চাদের ছবি যেন তারা একটু কমই তোলেন।