সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি বড়দেশ উত্তর এলাকার বাসিন্দা জামাল হুসাইন নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হযরত শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরীকে নিয়ে কটুক্তিকর স্ট্যাটাসে উত্তপ্ত হয়ে উঠেছে বৃহত্তর হরিপুরের তৌহিদী জনতা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার মাদ্রাসার প্রতিষ্টাতা আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরী ও অত্র মাদ্রাসার মুহতামিম শায়খ হিলাল আহমেদকে নিয়ে কটুক্তিকর স্ট্যাটাসের প্রতিবাদে রাত ১১টায় হরিপুর বাজারস্থ তামাবিল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলার ফতেপুর ইউনিয়ন বৃহত্তর হরিপুরের তৌহিদী জনতা।
এসময়ে উপস্থিত ছিলেন, হরিপুর বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম (জৈন্তাপুরী), হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষক ও বাজার স্ট্যান্ড মসজিদের ইমাম মাওলানা জমসিদ আহমেদ (বালিপাড়ি), হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জিল্লুর রহমান (দরবস্তী), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহাদ উদ্দিন সাদ্দাম, মাওলানা আল-আমিন, মাওলানা কবির আহমেদ, মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ আহমেদসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার তৌহিদী জনতা।
বক্তব্যে কটুক্তিকারী জামাল হুসাইনকে গ্রেফতারের দাবি এবং বৃহত্তর হরিপুরের তৌহিদি জনতার জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এলাকার ধর্মপ্রাণ তৌহিদি জনতা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরী কে নিয়ে কটুক্তি কর স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকাল ৩টার মধ্যে গ্রেফতারের দাবি জানান না হয় অন্যতায় কঠোর কর্মসূচীর ডাক আসবে বলে জানিয়েছেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বৃহত্তর সিলেটের স্বনামধন্য আলেম শেখ আব্দুল্লাহ (রহ.) হরিপুরী কে নিয়ে কটুক্তি কর ফেইসবুক স্ট্যাটাস'র তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উত্তপ্ত পরিস্থিতে রাতেই জামাল উদ্দিন তার ফেইসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাস ডিলিট দিয়ে। আরেকটি স্ট্যাটাসে তিনি ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।
এদিকে, MD Jamal Hussain নামক ফেইসবুক আইডি থেকে ও গোপন তথ্য সুত্রে জানাযায়, জামাল হোসেন কানাইঘাট উপজেলার ৭নং বানীগ্রাম ইউনিয়নের বড় দেশ উত্তর গ্রামের বাসিন্দা সে এখন সিলেট শহরস্থ শাহ্পরান শান্তিভাগ এলাকায় বসবাস করে। সে জামাতে ইসলামি বাংলাদেশ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে।