সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে পৌনে এক কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসময় বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর, কালাসাদেক এবং লবিয়া বিওপির সদস্যরা।
অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, ডালিম, নিভিয়া সফট ক্রিম, পন্ডস ফেস ওয়াস, সুপারি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা, রসুন, কাঠ, চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানকালে মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭শ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।