প্রায় ২২ বছর আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন নন্দিত জুটি নোবেল-মৌ। ‘ঢেকে রাখো চাঁদ মুখ রূপসী, চুরি হয়ে যাবে রূপ তা জানো কি/ রূপ যদি চুরি হয় ভয় কি, রঙে রঙে হয়েছি আমি রূপসী’- এমন মিষ্টি কথায় একটি মেহেদীর বিজ্ঞাপনে ঠোঁট মিলিয়েছিলেন আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ।
টিভিসিটি সেসময়ে তুমুল জনপ্রিয় হয়েছিল। পথে ঘাটে বাজতো জিঙ্গেলটি। সেই জনপ্রিয়তার রেশ নিয়ে নতুন করে ফিরে আসছে বিজ্ঞাপনটি। সেই আগের আদলেই বেশ বড় আয়োজনে হচ্ছে রিমেক। বিজ্ঞাপন সংস্থা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের অধীনে নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নাট্য নির্মাতা প্রবীর রায় চৌধুরী।