সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলায় উনিশ মাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেয়ার পরে আরও ২ জন মারা যান। এছাড়া এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মোগড়াপাড়া গ্রামের সুহেল ভূইয়া (৪০), তার বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও সায়মা আক্তার ইতি (৩৫), সায়মা আক্তার ইতির ছেলে আয়ান (৬)। আহতের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি মোনায়েম মিয়া জানান, হতাহতের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।