দক্ষিণ সুরমায় ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা সহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন অভিযোগ এনে বুধবার (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেতলী ইউনিয়নের লতিবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহতরা হচ্ছেন লতিবপুর গ্রামের আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম (৫০),আব্দুর রউফের মেয়ে লাকি বেগম (২৮), আব্দুর রউফ (৬০)। এর মধ্যে গুরুতর আহত লাকি বেগম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রউফ ও আনোয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, একই বাড়ির সমুজ উল্লাহ ও আব্দুর রউফের মধ্যে ভূমি সংক্রান্ত কয়েকটি মামলা মকদ্দমা চলে আসছিলো। সমুজ উল্লাহ ও তার ছেলে ফারুক এক বছর জেল খেটে কিছুদিন পূর্বে বের হয়। গত সোমবার সমুজ উল্লাহ ও তার ছেলে ফারুক, সমুজ উল্লাহর স্ত্রী আলছতা বেগম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রউফের বসত ঘরে হামলা চালায়। এসময় আব্দুর রউফ,তার মেয়ে লাকি বেগম ও তার স্ত্রী আনোয়ারা বেগম আহত হন। এর মধ্যে লাকি বেগম গুরুতর আহত শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় আব্দুর রউফের ছেলে রাশেদ মিয়া বাদী হয়ে সমুজ উল্লাহ, তার ছেলে ফারুক, তার স্ত্রী আলছতা বেগমকে আসামী করে বুধবার দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর এস আই স্বরূপ অনন্দ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত লাকি বেগমকে দেখতে যান।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।