মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মোহাম্মদ জাকারিয়া আল আমিন জুয়েল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র মাঝিড়া বাজারের নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।এবং স্থানীয় একটি মহিলা টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তিনি ।
শাজাহানপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম বলেন, বিকেলে মাঝিড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।