‘চাচা, হেনা কোথায়’, চাচার উত্তর, ‘হেনার তো বিয়ে হয়ে গেছে’- বর্তমানে সামাজিক যোগাযোগামাধ্যমের ভাইরাল সংলাপ এটি। এটি মূলত বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্য।
দীর্ঘ ২৯ বছর পর সিনেমাটি যে এখনো দর্শকরা মনে রেখেছেন, তার জন্য আগেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন বাপ্পারাজ ও পর্দার হেনার বাস্তব জীবনের স্বামী অভিনেতা নাঈম। বিষয়টি তিনি ও তার পরিবার দারুণভাবে উপভোগ করছেন বলেও এক পোস্টে জানিয়েছিলেন।
এবার সেই ভাইরাল দৃশ্য নিয়ে মজা নিতে ছাড়লেন না নায়ক বাপ্পারাজ, শাবনাজ ও নাঈম। তারা দৃশ্যটির রিক্রিয়েট করেছেন। আর নাঈম নিজেই তার ফেসবুকে এটি পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, ভারাক্রান্ত মনে গাড়ি চালিয়ে এলেন বাপ্পারাজ। ছুটে গিয়ে তিনি নাঈমের কাছে জানতে চান, নাঈম ভাই হেনা কোথায়? উত্তরে নাঈম বলেন, বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো। হেনার তো অনেক আগে আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই ‘না…’ বলে চিৎকার করে বাপ্পারাজ জড়িয়ে ধরেন নাঈমকে।