সাইফ উদ্দীন আল-আজাদ,স্টাফ রিপোর্টার: আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের দাবিতে, পাঁচ দফা দাবি নিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক বিভিন্ন সরকারি/বেসরকারি অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের ৫সদস্য বিশিষ্ট নেতারা এ ঝটিকা সফর বাস্তবায়ন করেন।
এসময় রমজানের পবিত্রতা রক্ষার আহবানে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমীর (পীরসাহেব চরমোনাই) এর প্রেরিত চিঠি ও বই নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় জেলার সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মাওলানা দেওয়ান আব্দুল খালেক এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন,জেলার সহ-সভাপতি আমিনুল ইসলাম মুলতান, আলহাজ্ব শেখ এনামুল হক, জয়েন্ট-সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার, দপ্তর সম্পাদক মুফতি আহমাদুল্লাহ হাবিবি সহ একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎ পরবর্তী সকল অধিদপ্তরের কর্মকর্তাগণ রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামি আন্দোলন বাংলাদেশের পাঁচ দফা আহ্বান বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।