1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ঐতিহাসিক বৈশাখী মেলায় ৩২ বছর পর ইউএনও আহ্বায়ক। রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির রেফেল ড্র অনুষ্ঠিত রৌমারীতে ষড়যন্ত্রের শিকার বিএনপির নেতা মোঃ আব্দুল আজিজ, এলাকাবাসীর ক্ষোভ ঝিকরগাছায় জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস : টাইম ম্যাগাজিন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার শেরপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৪ শিক্ষককে অব্যাহতি, দুই ছাত্র বহিষ্কার ছয় দাবিতে সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সিলেটে ছু’রিকা’ঘাতে ছাত্রলীগ কর্মী খু’ন শার্শার বাগআঁচড়া বসতপুর তালতলা মাঠ ধানের ক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার।

ধ.র্ষ.ণ বিরোধী আন্দোলনে দিনভর উত্তাল সিলেট

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ধর্ষণবিরোধী আন্দোলনে উত্তাল সিলেট। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে দিনভর মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

এসময় অন্তর্বর্তীকালীন সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগেরও দাবি করা হয়।

রোববার (৯ মার্চ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ, নগরীর চৌহাট্টায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচি পালন করেন।

এদিন সকাল ১১টার দিকে সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

দুপুর ১২টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতীকীভাবে ধর্ষককে গলায় দঁড়ি দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা নগরীর কাজিরবাজার সেতুতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় ধর্ষকের প্রতীকী ফাঁসি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

 

দুপুর আড়াইটায় ধর্ষকদের শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে জড়ো হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রী হল হয়ে আবার গোল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার আল্টিমেটাম দেয়া হয়। সেই সাথে বিচার নিশ্চিত না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেন সাধারণ শিক্ষার্থীরা।

বিকাল ৩টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ‘খুন, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘আমার বোন ধর্ষিত কেনো, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে থাকেন।

বিকাল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগরের ব্যানারে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

 

এদিকে, রাতে ৯টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ধর্ষণবিরোধী মঞ্চের আয়োজনে ৮ বছরের শিশুর ধর্ষকদের ফাঁসি ও দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, নারীর ওপর নির্যাতন এবং সহিংসতার মাত্রা, ধরন ও নিষ্ঠুরতা বেড়েছে বহুগুণ। এজন্য নারীবিদ্বেষী মানসিকতা, আচরণ ও সংস্কৃতি পরিহার করা, নারীর ওপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্র নারী ও শিশুদের নিরাপত্তা দিতে পারছে না। এই দেশে এখন একজন ২ বছরের শিশু যেমন নিরাপদ নয় তেমনি ৭০ বছরের বৃদ্ধাও নিরাপদ নয়। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু নারী ও শিশু নয়, দেশের কোনো মানুষের নিরাপত্তা দিতে পারছেন না। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব