1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শার বাগআঁচড়া বসতপুর তালতলা মাঠ ধানের ক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার। সিলেটজুড়ে নানা আয়োজনে নববর্ষ উদযাপন ছায়ানটে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঝিকরগাছা উপজেলা সহ ও দেশ দেশের বাইরে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন। কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ মানব সেবায় নিয়োজিত বাবুলি আপা সামাজিক সংগঠন কর্তৃক শাজাহানপুরে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধু নিহত ইউলিয়ার সাহস জোগান সালমান খান

সিলেটের ঈদের ছুটিতে সাদাপাথরে পর্যটকদের ভিড়

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের সাদাপাথরে পর্যটকদের ঢল নেমেছে। সিলেটের স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কোলাহলে মুখরিত ছিল সিলেটের অন্যতম এ পর্যটন স্পট।

মঙ্গলবার (১ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে মানুষজনের আনাগোনা শুরু হলেও বিকেলের দিকে লোকে লোকারণ্য হয়ে ওঠে। হৈহুল্লোড় ও জলকেলিতে এক অপূর্ব সুন্দর সময় কাটান এখানে ঘুরতে আসা মানুষ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদুল হক রবিন বলেন, আমি শাবিপ্রবির ছাত্র। আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। গত রাতে আমরা পরিবার-পরিজন নিয়ে সিলেটে ঘুরতে আসি। সকালে আমরা সাদাপাথর এলাকায় ঘুরতে যাই। প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের পরিবার ও আত্মীয়দের মুগ্ধ করেছে। এখানের জলকেলিতে আমরা প্রশান্তি পেয়েছি।

একইভাবে সাদাপাথর এলাকার সৌন্দর্যের প্রশংসা করেছেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার বাসিন্দা জাবেদ হাসান আবদার। তিনি বলেন, সিলেটের যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে সাদাপাথর আমার কাছে সবচেয়ে পছন্দের। আমি আগেও বেশ কয়েকবার এখানে ঘুরেছি। এখানকার প্রকৃতি এক কথায় অসাধারণ। ঈদের ছুটিতে এখানে প্রচুর পর্যটক এসেছেন। প্রচুর পর্যটক পর্যটন কেন্দ্রকে মুখরিত করে রাখে।

এদিকে সাদাপাথর এলাকায় ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন। পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, পর্যটন কেন্দ্রে আসা মানুষের সার্বিক নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানকার থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। ঈদের মৌসুম হওয়ার কারণে আমরা ১২ জন আনসার মোতায়েন করেছি, সেই সঙ্গে থানা পুলিশের একটি টিম এখানে কাজ করছে। পর্যটকদের গাড়ি পার্কিং এরিয়াতে ট্রাফিক পুলিশ কাজ করেছে। নৌঘাট থেকে প্রায় দেড় হাজার নৌকা পর্যটন স্পটে গিয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব