একটি ছবিতে আব্রামকে দেখা যায়, লাগেজের পাশে দাঁড়িয়ে নায়কের মতো স্টাইলে পোজ দিচ্ছে। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং নজর কাড়ে সকলের।
অপু ও আব্রামকে একসঙ্গে দেখে আবেগে ভেসেছেন ভক্তরা। তাদের প্রতি শুভকামনা জানিয়ে মন্তব্যের বন্যা বয়ে যায়। মা-ছেলের সৌন্দর্য ও বন্ধনের প্রশংসায় ভরিয়ে তোলেন অনুরাগীরা।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস সন্তান জয়কে সঙ্গে নিয়ে এক টেলিভিশন লাইভে এসে তাদের বিয়ের কথা প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে ছেলেকে নিয়েই নিজের সংসার গুছিয়ে নিচ্ছেন অপু বিশ্বাস।