কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবির আহমেদ (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবিরসহ দুই বাইকের আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।