এমসি কলেজে বর্ষবরণে আফ্রিকান নাগরিকরা
আমাদের এমসি কলেজ প্রতিনিধি জানান- মুরারিচাঁদ কলেজে (এমসি) আনন্দ শোভাযাত্রা ও আফ্রিকান ৪ নাগরিকের উপস্থিতিতে ১৪৩২ বঙ্গাব্দের বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখের কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টা ৪৫ মিনিটে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও পর্যটকদের সুশৃঙ্খল অংশগ্রহণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি কলেজর প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে ভাস্কর -৯১ এর সামনে গিয়ে শেষ হয়। সকাল সোয়া ১০টায় কলেজের কলা ভবনের সামনে (জামরুলতলায়) শুরু হয় নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো.রিয়াজ এবং তিনি বাংলা নববর্ষের গুরুত্ব তুলে ধরেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে এমসি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করে। এই বর্ষবরণ অনুষ্ঠানে আফ্রিকান ৩-৪ নাগরিক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এমসি কলেজের ক্যাম্পাসকে আর প্রাণময় করে তুলে।
বিশ্বনাথে পহেলা বৈশাখ উদযাপিত
বিশ্বনাথ প্রতিনিধি জানান, বর্ণাঢ্য আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। সোমবার (১৪এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় পৌর শহরে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। নববর্ষ উপলক্ষে উপজেলা মাঠে আয়োজন করা হয় লোকজ মেলা ও কৃষি প্রযুক্তি মেলা। একসাথে লোকজ মেলা ও কৃষিপ্রযুক্তি মেলা হওয়ায় কৃষকরাও নানা সাজে অংশ নেন এ মেলায়।
পাশাপাশি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এসো হে বৈশাখ গান, ধামাইল, নৃত্য, লোকজ গানে মুগ্ধ হন আগতরা। শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, রামসুন্দর সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, উপজেলা প্রকোশলী আবু সাঈদসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, দিনব্যাপী নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে বিয়াম ল্যাবরোটরি স্কুল।
জৈন্তাপুরে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি জানান, জৈন্তাপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও শিল্পকলা একাডেমির শিক্ষিকা গায়ত্রী পলির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডা.এন ইসলাম মোহাম্মদ জাকির, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনি, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিদর্শক জাকির হোসেন,বিয়াম ডা.কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ -সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা সহকারী প্রোগরামার আবদুল্লাহ আল মামুন,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।
শান্তিগঞ্জে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
শান্তিগঞ্জ প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে একটি আনন্দ শোভাযাত্রা গানে গানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, কামরুপদলং ইয়াকুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি শিক্ষক আশিষ কুমার চক্রবর্তীসহ আরও অনেকে।
আনন্দ শোভাযাত্রার পর বাংলা নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
শ্রীমঙ্গলে বর্ষবরণ উদযাপন
শ্রীমঙ্গল প্রতিনিধি জানান- জেলার শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও অনুশীলনচক্র বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের করে।
শোভাযাত্রায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বয়ক তুহিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান রিপন ও বিএনপি নেতা মকসুদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
বর্ষবরণ উপলক্ষে অনুশীলনচক্রের আয়োজনে শ্রীমঙ্গল শিশু উদ্যানে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।