তিনি বলেন, আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন, তবে চিনির ধারে-কাছেও যাবেন না। আর যারা সুস্থ রয়েছেন, যাদের ব্লাড প্রেশার ও কোলেস্টেরলের মতো কোনো ক্রনিক অসুখ নেই, তারা দিনে ২ চামচ চিনি খেতে পারেন। এ ছাড়া রান্নার স্বাদ আনার জন্য ঠিক যতটা চিনি মেশানো প্রয়োজন, ততটুকুই দিন। এর বেশি খেলেই বিপদ বাড়বে। তাই চিনি খেতে হলে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে।
ডা. আশিস মিত্র বলেন, আর আপনি সুস্থ থাকতে চাইলে প্রসেসড সাদা চিনি খাবেন না। এর বদলে বেছে নিন ব্রাউন সুগার। কারণ এই চিনি সাধারণত প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যায় না। ফলে এর থেকে শরীরে ক্ষতি হয় কম। এ ছাড়া নিয়মিত খেতে পারেন মধু, তালমিছরি ও গুড়। তাতেও হার্টের হাল খারাপ হওয়ার আশঙ্কা কমে যাবে। পিছু নেবে না বড় কোনো জটিল অসুখ।