1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই রানীশংকৈলে ঐতিহাসিক বৈশাখী মেলায় ৩২ বছর পর ইউএনও আহ্বায়ক। রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির রেফেল ড্র অনুষ্ঠিত রৌমারীতে ষড়যন্ত্রের শিকার বিএনপির নেতা মোঃ আব্দুল আজিজ, এলাকাবাসীর ক্ষোভ ঝিকরগাছায় জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস : টাইম ম্যাগাজিন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার শেরপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৪ শিক্ষককে অব্যাহতি, দুই ছাত্র বহিষ্কার ছয় দাবিতে সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সিলেটে ছু’রিকা’ঘাতে ছাত্রলীগ কর্মী খু’ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মাহিন-আম্মারকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংবাদ সম্মেলনে জুলাই-আগস্টে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসব অভিযোগ তোলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর শাখা কমিটিতে বিতর্কিতদের রাখার অভিযোগ তুলে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী কলেজের শিক্ষার্থী জুবায়ের রশীদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের রাজশাহীর দুই বীর সন্তান আলী রায়হান ও সাকিব আঞ্জুম নিজের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে।

তিনি আরও বলেন, ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং মহানগর নামে ঘোষিত কমিটিতে প্রকৃত আন্দোলনের সাহসী, বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী, বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আন্দোলন বিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি, ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত।

তিনি অভিযোগ করেন, ফাতিন মাহাদী ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কমিটি গঠন করেছে। এ কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি আওয়ামী লীগের শরিক দল জাসদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্বে থাকা ব্যক্তিকেও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আন্দোলনের সময় রাজশাহীর বাইরে ছিল, আন্দোলনে সম্পৃক্তই ছিল না। তাদেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

পকেট কমিটি বাতিলের দাবি জানিয়ে জুবায়ের বলেন, হত্যা মামলার অন্যতম আসামিকেও এ কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে। এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও তার সহযোগী কিছু ভুয়া সমন্বয়কের নেতৃত্বে প্রকাশিত কমিটি ঘোষণার সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে এটি বাতিল করতে কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। রাজশাহীর সর্বস্তরের ছাত্রসমাজ এ পকেট কমিটিকে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে এবং একইসঙ্গে রাজশাহীর মাটিতে মাহিন সরকার ও সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এসময় রাজশাহী কলেজের আব্দুর রহিম, আব্দুল হাফিজ সরকার, এনামুল হক আদিব, ইয়াসিন আরাফাত, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শাফিউল ইসলাম অনিক, রাজশাহী মেট্রোপলিটন কলেজের নুর জাহান, রাজশাহী সিটি কলেজের আবু শাকিল আকাশসহ জুলাই গণঅভ্যুত্থান ছাত্র আন্দোলনে রাজশাহীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অভিযোগের ব্যাপারে সালাহউদ্দিন আম্মার বলেন, কমিটি করার ব্যাপারে আমাদের কোনো হাত নেই। এটা কেন্দ্র যাচাই বাছাই করে করেছে। আন্দোলনের মাঠে যারা ত্যাগী, তাদের রাখা হয়েছে। অবাঞ্ছিত কতবারই তো করা হয়েছে। আজকে যারা সংবাদ সম্মেলন করেছে, তারা অধিকাংশ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। সুতরাং এটা কেন করা হলো সেটি নিয়ে কারও সংশয় থাকার কথা না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব