পপির বোন ফিরোজা পারভীন বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে অনেক বছর ধরেই বাবার জমি দখলের চেষ্টা করছে। বাবার মৃত্যুর পর থেকেই আমরা এ নিয়ে হয়রানির মধ্যে আছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন বিষয়টি জানেন। আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পপি কথা শুনছে না। সে জমিটা একাই দখল করতে চায়।
বছর খানেক আগে নায়িকা পপির চুপিসারে বিয়ে এবং বাচ্চার প্রসঙ্গটি গণমাধ্যমের শিরোনাম হয়। সেসময় তার স্বামী কামাল তাকে অস্বীকার করলেও বর্তমানে জমি দখলের সময় পপিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন। তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তানও রয়েছে, নাম আয়াত। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝেমধ্যে ঢাকায় আসেন।