মৃত্যুর রহস্য
ইসলামাবাদে বসবাসকারী সিমা গুলের ভাই মুহাম্মদ ইয়াসিন পুলিশের কাছে জানিয়েছেন, তার বোনের স্বাস্থ্য হঠাৎ করেই অবনতি ঘটে। তিনি বলেন, সিমা গুল তার ওয়ারসাক রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লেডি রিডিং হাসপাতালে (LRH) নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
মৃতের ভাই মুহাম্মদ ইয়াসিন জানান, তার বোনের এই আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার ধারণা, এটি কোনো বিষাক্ত পদার্থ গ্রহণের কারণে হতে পারে অথবা স্বাভাবিক শারীরিক অসুস্থতা থেকেও ঘটতে পারে।
তবে শত্রুতার কারণে হত্যার আশঙ্কার বিষয়টি নাকচ করে দেন তিনি।
এদিকে পুলিশ সিমা গুলের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে আসেনি। রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ভক্তদের মধ্যে শোকের ছায়া
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাইকো আরবাব’ খ্যাত সিমা গুলের আকস্মিক মৃত্যুতে তার ভক্তরা বেশ শোকাহত। তিনি টিকটকে তার অনবদ্য কন্টেন্ট শেয়ার করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই প্লাটফর্মে তার বিশাল ফ্যান-ফলোয়ার ছিল।
জল্পনা-কল্পনা না করার আহ্বান
এ অবস্থায় কর্তৃপক্ষ তার ভক্ত-সমর্থকদের ও জনগণকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে সরকারি রিপোর্ট প্রকাশের আগে কোনো রকম অনুমান বা ধারণা প্রসূত জল্পনা-কল্পনা না করার আহ্বান জানিয়েছেন।