খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের গোরক মণ্ডল বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার দেলবর হোসেনসহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে শূন্যলাইন থেকে সরিয়ে দেন।
পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ : পাঁচ কৃষককে পেটানোর ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি এবং বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোরকমন্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৪ নম্বর সাবপিলারের পাশে অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বাংলাদেশি কৃষকদের মারধরের কড়া প্রতিবাদ জানায় বিজিবি। বিএসএফের পক্ষ থেকে অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে তারা প্রতিশ্র“তি দিয়েছেন এবং তদন্ত করে অভিযুক্ত বিএসএফ জওয়ানদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান।
বিজিবি সূত্র জানায়, বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম এবং বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার নেতৃত্ব দেন। বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন।