ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজৈর থেকে মোটরসাইকেলটি ভাঙ্গা আসছিল। ভাঙ্গা উপজেলার আউড়ামাঠ এলাকায় সড়কের উপর থাকা গর্তে পড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি পরিবহণ ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীর লাশ রাস্তায় টুকরো টুকরো হয়ে পড়ে থাকে। এ সময় একজন আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে।
তিনি বলেন, রোববার সকালে রাস্তার উপর একটি পিকআপ গর্তে পড়ে ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন। পিকআপটি থানায় আটকে রাখা হয়েছে। দুটি দুর্ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।