ভিডিওটির ক্যাপশনে টুইঙ্কল খান্না লেখেন, যদি স্পটলাইট পড়লে তুমি সিংহি থেকে ভিজে বেড়াল হয়ে যাও, তবে পিঙ্কি মাসি তোমার জন্য পরামর্শ নিয়ে এসেছেন। তার অতিরিক্ত আত্মবিশ্বাস মজার লাগতে পারে, কিন্তু আমাদের কি সত্যিই একটু আত্মবিশ্বাসের প্রয়োজন নেই? তুমি কি কখনো তোমার অর্জন উদযাপন করতে অস্বস্তি বোধ করেছ?
ভিডিওতে টুইঙ্কেল বলেন, যা আমি বলি, তা-ই করি, আর যা আমি করি, তা আমি জোর গলায় বলি!
নারীদেরকে আত্মপ্রচারের জন্য টুইঙ্কেল ৩টি গুরুত্বপূর্ণ টিপস দেন। তা হলো, নিজেদের অর্জনের তালিকা তৈরি করা, প্রশংসা গ্রহণ করতে শেখা, নিজেদের কাজের কৃতিত্ব নিতে পিছপা না হওয়া।
নারীদের উদ্দেশ্যে টুইঙ্কেল খান্না বলেন, তুমি অফিসে হও বা বাড়িতে, মানুষকে জানানো দরকার যে, তুমি কী কী অবদান রাখছো!