জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:- বরিশালের বানারীপাড়ায় পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক বদরের প্রেরনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার বাদ আছর বানারীপাড়া বাইতুন নাজাত মসজিদ কমপ্লেক্সে বানারীপাড়া পৌর জামায়াতের সেক্রেটারি মো: ফায়জুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাইতুন নাজাত মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো: আশিকুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোশারফ হোসেন,বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত,সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, বাইতুন নাজাত মসজিদের খতীব মাওলানা আল-আমিন হোসাইন,পৌর জামায়াতের আমীর মো: কাওসার হোসাইন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বানারীপাড়া পৌর সেক্রেটারী মো: জালিস মাহমুদ প্রমুখ।