মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (৩০ মার্চ) উপজেলার শ্রীমঙ্গল জাকছড়া চা বাগানের উপরলাইন বানকোনা এলাকার মাঠে স্থানীয় কয়েজন গরু ছড়াতে গেলে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, ও পরিবেমকর্মী রাজদীপ রাজ গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপটি ১১ ফুট লম্বা ১৫ কেজি ওজনের। সাপটিকে শ্রীমঙ্গলস্থ বানবিভাগের লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিসুজ্জান ও এফডি সুব্রত সরকারের নিকট হস্তান্তর করা হয়।