দর্শক হলে সিনেমা দেখতে আসছেন না, সেটি কি টিকিটের অতিরিক্ত দামের জন্য?—এমন প্রশ্নে অভিনেতা বলেন, আমার মনে হয় না টিকিটের দামের কোনো প্রভাব এটা। যে দর্শকরা সিনেমা দেখতে আসছেন, তারা কিন্তু ওই একই দামের টিকিট কেটে আসছেন। আসলে দর্শকরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কোন সিনেমা দেখবেন আর কোনটা দেখবেন না।
অজয় বলেন, দর্শকরা এখন ভালো কনটেন্ট চান। যদি কোনো সিনেমার ট্রেলার বা টিজার মানুষের ভালো লাগে, যদি কোনো সিনেমার গান মানুষের পছন্দ হয়, তাহলে সেই সিনেমাটি অবশ্যই দর্শকরা দেখতে আসবেন। একটি সিনেমা চলবে কি চলবে না তা অনেকটা নির্ভর করে ট্রেলারের ওপর। ট্রেলার যদি ভালো হয়, তাহলে নিঃসন্দেহে সেই সিনেমা দেখবে মানুষ।
প্রসঙ্গত, ‘রেইড’ মুক্তির সাত বছর পর বড়পর্দায় আসছে ‘রেইড ২’। এতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বাণী কাপুর, সৌরভ শুক্লা প্রমুখ।